Monday, May 26, 2014

এরেই কি বলে রম্য কবিতা?

কবিতারে আমি খুব ভালবাসি
কবিতাকে সবসময় ভাবি!
কবিতাকে ভেবেই আমি,
শূন্যে খাই খাবি!
চোখ বন্ধ করলেই আমি,
শুধু কবিতাকে দেখি!
নিজের মাঝে সবসময় আমি,
কবিতাকে মনে আঁকি!
কবিতার ভাই খুব বদ লোক!
আমার সাথে দেয়না মিশতে,
কবিতা ও যেন কি....!
আমাকে চায়না ভালবাসতে!
মনের দুঃখে আমি এখন
মিমি চকলেট খাই
মিমিও আমায় সুযোগ বুঝে
খেদায়ে দিল ভাই
কি যে, করি কি যে, করি,
স্বপ্ন দেখি আমি,
স্বপ্নারে আজ বলবই,
তাকে যে ভালবাসি!
স্বপ্নার আবার তিনটা বান্ধবী!
সবকটারে ভাললাগে,
কারে ধরব ঠিক বুঝি না!
লাগি সবার পিছে থেকে!
কেয়াটা কেন এত্ত দুষ্টু?
আমার দিকে তাকায় না!
ওর জন্যেই মনে হয়,
আমার ভালবাসা আগায় না!
জেসমিন টা একটু কালো,
তবে মায়া ভরা চেহারা!
রোজ বিকেলে ওরে দেখে!
আমি হই পাগল পারা!
কবে যে, আমি হব মজনু?
থাকবে আমার লাইলি!
কবিতার ভাই শিক্ষা দিছে!
অনেকদিন ঐ দিকে যাই নি!

No comments:

Post a Comment